ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলেরও দাবি করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জোরালো দাবি তোলা হয়েছে। ঠিক সেই মুহূর্তে ৪৩তম বিসিএসের ঢালাও নিয়োগদান অগ্রহণযোগ্য। এর মাধ্যমে প্রশাসনের উচ্চ পদসমূহে স্থান পাবে আওয়ামীপন্থীরা। যা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী।

প্রসঙ্গত, ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন।

এর দশ মাস পর জারি করা চূড়ান্ত প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাডারে মোট বাদ পড়েছেন ৯৯ জন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে বাদ পড়েছেন ৭ জন এবং পুলিশ ক্যাডারে বাদ পড়েছেন ৪ জন।

নিয়োগ পাওয়া ২ হাজার ৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন ২৯৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন। ২০২০ সালের ৩০ নভেম্বরে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপি’র

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলেরও দাবি করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জোরালো দাবি তোলা হয়েছে। ঠিক সেই মুহূর্তে ৪৩তম বিসিএসের ঢালাও নিয়োগদান অগ্রহণযোগ্য। এর মাধ্যমে প্রশাসনের উচ্চ পদসমূহে স্থান পাবে আওয়ামীপন্থীরা। যা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী।

প্রসঙ্গত, ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন।

এর দশ মাস পর জারি করা চূড়ান্ত প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাডারে মোট বাদ পড়েছেন ৯৯ জন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে বাদ পড়েছেন ৭ জন এবং পুলিশ ক্যাডারে বাদ পড়েছেন ৪ জন।

নিয়োগ পাওয়া ২ হাজার ৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন ২৯৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন। ২০২০ সালের ৩০ নভেম্বরে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।