সাবেক তিন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
সাবেক তিন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সেই সাথে তাদের স্ত্রী-সন্তানদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এরমধ্যে সাবেক এমপি শওকত হাচানুর রহমান ও তার স্ত্রী রওনক রহমান, সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহল আরা রহিম, সাবেক এমপি শাহীন চাকলাদার এবং তার স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা ও ছেলে জাবীর চাকলাদার রয়েছেন।
এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান দুটি আবেদনে ৭ জন এবং উপপরিচালক মো. শফি উল্লাহ শাহীন চাকলাদারসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মো. রেজাউর করিম রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।