সংবাদ শিরোনাম ::
সৈয়দপুর বিমানবন্দর
ঘনকুয়াশায় অবতরণ করতে পারেনি দু’টি ফ্লাইট
আজিজুল বুলু,নীলফামারী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
শীতের আগমনী বার্তার জানান দিয়েছে এই জনপদে। নীলফামারী’র সৈয়দপুর বিমানবন্দর রানওয়ে কুয়াশার বাঁধায় অবতরণ করতে পারেনি অভ্যন্তরিন দু’টি ফ্লাইট। রোববার (১৩ অক্টোম্বর) সকালে ঘনকুয়াশার কারণে বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার ফ্লাইট দু’টো অবতরণ করতে পারেনি।
এরপর ওই বিমান দু’টো ঢাকা আন্তর্জাতিক শাহাজালাল বিমানবন্দরে ফিরে গিয়ে অবতরণ করে।
সৈয়দপুর বিমান বন্দর সূত্রে জানা গেছে, বিমান দুটোর অবতরণের সময় ছিল ৮টায় বাংলাদেশ বিমান ও সোয়া ৮টায় বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার বিমান। শনিবার (১২ অক্টোবর) মধ্যেরত থেকে হঠাৎ ঘনকুয়াশা অছন্ন হয়ে পড়ে গোটা রানওয়ে এলাকা।
ঘনকুয়াশার কারণে বিমান চালকের দুষ্টিসীমা ৩শ মিটারের কম থাকায় ফ্ল্ইাট দুটো অবতরণ করতে পারেনি। এরপর সকাল ১০ টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।