ঘাস চাষ শিখতে বিদেশ যাবেন ৩২ কর্মকর্তা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
মাছ চাষ, খিচুড়ি রান্নার পর এবার ঘাস চাষ শিখতে বিদেশ যেতে চাইছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের ৩২ কর্মকর্তা। ঘাস চাষে উচ্চতর প্রশিক্ষণ নিতে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভিয়েতনামে যেতে চান তারা। আর এতে গচ্চা যাবে ৩ কোটি ২০ লাখ টাকা। অথচ এই ঘাস বাংলাদেশে চাষ হয়ে আসছে বহু আগে থেকেই।
উন্নতমানের কাঁচা ঘাস (নেপিয়ার) চাষের মাধ্যমে গরুর পুষ্টি উন্নয়ন ও বাড়তি দুধ আহরণ। সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় কোন ধরনের যাচাইবাছাই ছাড়াই ১১৮ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি নেওয়া হয়। ৩ বছর আগে দুর্যোগকালীন গো-খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে নেওয়া এই প্রকল্প শুরু হয়। যা শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। এ সময়ের মধ্যে সারাদেশে স্থাপন করা হবে প্রায় আট হাজার ৯৭০টি প্রদর্শনী প্লট। অথচ এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৩১ কোটি ৫২ লাখ ১৭ হাজার টাকা। তাই নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বাড়তি আরও একবছর চাওয়া হয়।
প্রকল্প পরিচালক আমজাদ হোসেন ভুইয়া সংবাদমাধ্যমকে বলেন, ৩ বছরে প্রকল্পটি শেষ করা যায়নি। তাই আরও এক বছর সময় চাওয়া হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় কর্মকর্তাদের বিদেশ সফরে যাওয়া।
এ বিষয়ে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান আবদুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে বলেন, এর আগেও প্রজেক্টের কারণে বিদেশে গেছেন সরকারী কর্মকর্তারা, তবে আসার পরই পোস্টিং হয়ে যায় বা অবসরে চলে গেছেন। এর ফলে আমরা সেখান থেকে খুব একটা সুবিধা অর্জন করতে পারিনি। এ জন্য মনে করি সরকারী কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের জন্যে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিৎ।
এদিকে, অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ ও বিলাসী খাতে অর্থ ছাড়ে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই পরিস্থিতিতে এমন খায়েশে হতবাক পরিকল্পনা মন্ত্রণালয়ও।