আলোচীত জুম্মান হত্যা মামলার আসামি রুবেল আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
যশোর রেলস্টেশনে আলোচীত জুম্মান হত্যা মামলার আসামি রুবেল ওরফে কপালকাটা রুবেলকে(৩১) আটক করেছে র্্যাব-৬। আজ ১অক্টোবর মঙ্গলবার দুপুর পোনে ৩টার দিকে যশোর শহরের বকচর কল্ডস্টোর এলাকা থেকে তাকে আটক করেন। আটক রুবেল শহরের বেজপাড়া আশ্রম রোডের তরিকুল ইসলামের ছেলে।
যশোরর্্যাব- ৬য়ের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. রাসেল জানান, চলতি বছর ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর রেল স্টেশনে দুর্বৃত্তরা জুম্মানকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনাটি খুবই আলোচিত হয়।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে একটি হত্যা মামলার রুজু হয় যশোর কোতোয়ালি থানায়। ওই হত্যা মামলার এজাহার নামীয় ৭নং আসামি রুবেল।জুম্মান হত্যাকাণ্ডের পর থেকে রুবেল দীর্ঘদিন আত্মগোপনে চলে যায়।
র্্যাব-৬ সদস্যরা প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা তৎপরতায় রুবেলের তথ্য অনুসন্ধান অব্যাহত রাখে । আজ দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় রুবেল বকচর ওল্ডস্টোর মোড় এলাকায় অবস্থান করছে। এ সময় র্্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
আটক রুবেল জুম্মান হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
কোম্পানি অধিনায়ক জানান, রুবেলের বিরুদ্ধে আগেও দুটি হত্যা একটি হত্যার চেষ্টা ও দুটি মাদক মামলা রয়েছে। আটক রুবেলকে খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।