সংবাদ শিরোনাম ::
হত্যা মামলায় আ’ লীগ নেতা কামাল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামালের বিরুদ্ধে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় মাদরাসা শিক্ষার্থী হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা ও বিস্ফোরণ আইনে মামলা রয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাফফর হোসেন বলেন,ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা ও বিস্ফোরণ আইনে মামলার এজাহার নামীয় আসামি মোস্তফা কামাল। তাকে উক্ত মামলায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।