স্বস্তির বৃষ্টিতে বন্দি মানুষ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলাজুরে একটানা বৃষ্টি ঝড়ছে। এর মাঝে ২৪ ঘন্টা অতিক্রম করতে যাচ্ছে এ বৃষ্টি। টানা দাবদাহের পর বৃষ্টির শুরুতে মানুষ স্বস্তি পেলেও এখন বৃষ্টির কাছে বন্দি অবস্থায় পড়ে জনসাধারণের মাঝে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। খুব প্রয়োজনের না হলে মানুষ ঘর হতে বের হতে পারছে না। এর মাঝে দিন আনা দিন খাওয়া মানুষ পরেছে মহা বিপাকে।
একাধারে বৃষ্টি ঝড়ছে যাহা কমে আসার কোন লক্ষণ পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে আকার কমলেও ঝিরিঝিরি করে ঝড়ছে। রাস্তা ঘাটে মানুষ চলাচল বহুগুনে কমে গেছে। ভির নেই বাস, সিএনজি,অটো স্ট্যান্ড গুলোতে তবে যোগাযোগ সড়ক সচল রয়েছে।
এমন পরিস্থিতিতে কৃষিখাতে অনেক ক্ষতি হওয়ার আশংঙ্কা দেখা দিয়েছে। চলতি বাজারে শাখ সবজি দাম কিছুটা কমে আসলেও এমন পরিস্থিতিতে দাম বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর সাথে সাথে নিন্মভূমিনগুলোতে রোপা ধান ডুবে যাওয়ার আশংঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে পশুপাখিও আসহায় হয়ে পড়েছে তাদেরকে চারণভূমিতে ছেড়ে দেওয়া যাচ্ছে না।
এ বৃষ্টির মাঝে দমকা হওয়া বইছে তবে এখন পর্যন্ত গাইবান্ধা জেলা জুড়ে বজ্রপাতের কোন খবর পাওয়া যায়নি। বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কায়। প্রচন্ড তাপদায়ে অতিষ্ঠ হয়ে পড়েছিলো জীবনধারণ এমন সময় এ বৃষ্টিতে আগামী শীতের স্পষ্ট বার্তা বলে জানাচ্ছে জনসাধারণ।