জানাযা শেষে বাড়ি ফেরার পথে সাজির মৃত্যু, আহত ৪
- সংবাদ প্রকাশের সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
পাবনার ফরিদপুরে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ আলতাফ হোসেন ও স্থানীরা জানান শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এসময় চাটমোহর-বাঘাবাড়ি মহাসড়কের কাশেমপুর বটতলার কাছে শিববাড়ি নামক স্থানে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে অটোভ্যান গাড়ির উপরে আছড়ে পড়ে।
এসময় ঘটনাস্থলেই সাজেদুল করিম সাজি (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এতে আহত হয় অটোভ্যানে থাকা আরো ৪ জন। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহত সাজিদুল করিম সাজি খাগরবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। সাজিদুল তার এক আত্মীয়ের জানাযা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন, পথিমধ্যে গাছ চাপা পড়ে তার মৃত্যু হয়।