ভারতে ইলিশ রফতানি বন্ধে নোটিশ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
ভারতে ৩০০০ টন ইলিশ রফতানি বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রোববার (২২ সেপ্টেম্বর) এই নোটিশটি পাঠান ।
নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রফতানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে।
নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ইলিশ রফতানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই।
বাংলাদেশের রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য কোনো মাছ নয়। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে বলেও এতে উল্লেখ করা হয়।