হুমকিতে পদত্যাগে বাধ্য হলেন শিক্ষিকা কনিকা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের এক দফার আন্দোলন ও অজ্ঞাতনামা ব্যক্তিদের হুমকির মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা কনিকা মুখার্জী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের প্রধানশিক্ষক মোঃ ইব্রাহীম জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের জীব বিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারি শিক্ষিকা কনিকা মুখার্জীর স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি হাতে পেয়েছি। তবে একটি সাদা কাগজের ওপরে ও নিচে দাগ কাটা মাত্র দুইটি ওয়ার্ডের ‘পদত্যাগ করলাম’ লেখা পদত্যাগ পত্রটি অফিসিয়ালভাবে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে কোন সদূত্তর দিতে পারেননি প্রধানশিক্ষক। এমনকি উপজেলা শিক্ষা কর্মকর্তাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
অভিযোগ উঠেছে, গত কয়েকদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা হিন্দু সম্প্রদায়ের ওই শিক্ষিকার সাকোকাঠী গ্রামের বাড়িতে গিয়ে পদত্যাগের জন্য বিভিন্নধরনের হুমকি প্রদর্শন করে আসছিলেন। যেকারণে হুমকির মুখে পরিবারের সদস্যদের অনুরোধে সহকারি শিক্ষিকার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কনিকা মুখার্জী।
বাড়িতে গিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের হুমকির বিষয়ে কিছুই জানেন না জানিয়ে আন্দোলনরত একাধিক শিক্ষার্থীরা বুধবার সকালে জানান, অতিসম্প্রতি নবম শ্রেনীর পাঠদানের সময় শিক্ষিকা কনিকা মুখার্জী এক ছাত্রকে বিদ্যাশিক্ষায় অমনোযোগি হওয়ায় আবু সাঈদের মতো সন্ত্রাসী হবে নাকি, এমন কটুক্তি করে। বিষয়টি পুরো স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা সহকারি শিক্ষিকা কনিকা মুখার্জীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয়, দাবি করলেও আর কোন বিষয়ে কথা বলতে রাজি হননি সিনিয়র সহকারি শিক্ষিকা কনিকা মুখার্জী।