বদরগঞ্জে অগ্রযাত্রা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
রংপুরের বদরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য আলোচনা করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন-উপজেলার রাধানগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক।
আরও উপস্থিত ছিলেন-ইউনিয়ন সচিব, প্রকল্পের কর্ম এলাকার মেম্বার সহ ২৮ জন ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ।
কর্মশালায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদ্স্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে সদস্যদের দ্বায়-দ্বায়িত্ব , কমিউনিটি রিস্ক এসেসমেন্ট ও রিক্স রিডাক্সশন কর্ম-পরিকল্পনা তৈরী করা হয়। ওইনরক ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র প্রকল্পটির মাধ্যেমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮ টি উপজেলায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনতে কাজ করছে।