সংবাদ শিরোনাম ::
চালু হচ্ছে মেট্রোরেলের বন্ধ থাকা দুই স্টেশন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া আগামী একমাসের মধ্যেই চালু হবে। এছাড়া মিরপুর-১০ স্টেশন দ্রুতই চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
জানা যায়, চলতি মাসে কিংবা অক্টোবরের মাঝামাঝি ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটি চালু করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানিটি। এছাড়া দ্রুত সময়ের মধ্যে মিরপুর-১০ স্টেশনটিও চালু হবে।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, মতিঝিল, সচিবালয়, মিরপুর-১০ ও উত্তরা উত্তর স্টেশনে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। এ স্টেশন দিয়ে প্রতিদিন ৩০-৪০ হাজার যাত্রী যাতায়াত করে। দ্রুত সময়ের মধ্যে মিরপুর-১০ স্টেশন চালু করা হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আব্দুর রউফ বলেন, যতো দ্রুত সম্ভব চালু করতে চেষ্টা করছি।