হাসিনার পতনের একমাস পূর্তিতে ‘শহিদি মার্চ’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের একমাস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি পালনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এসে জমায়েত হয়েছেন।
এ সময় তাদের বিভিন্ন স্লোগান দেয় ছাত্র জনতা। ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগানে মুখর হয়ে ওঠে ভাস্কর্য চত্বর।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় শহীদি মার্চ। নীলক্ষেত-সায়েন্স ল্যাব-কলাবাগান-মানিক মিয়া এভিনিউ ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এ কর্মসূচি।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সমন্বয়ক সারজিস আলম এই কর্মসূচির কথা জানান। এসময় ঢাকায় অবস্থানকারী সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বানও জানান তিনি।