সংবাদ শিরোনাম ::
আট কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রায়হান আটক
শহিদুল ইসলাম দইচ যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
যশোরে আট কেজি ( প্রায়) গাঁজা উদ্ধারসহ রায়হান সুলতান( ২৭) নামের চিহ্নিত মাদক ব্যবসায়িকে আটক করেছে র্্যাব -৬।
গতকাল দিবাগত গভীর রাতে যশোর সদর উপজেলার ইসালি ইউনিয়নের উদার রাজাপুর গ্রামে প্রভিটা হ্যাচারীর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল একই ইউনিয়নের উদার রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
যশোরে কর্মরত র্্যাব- ৬ য়ের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাসেল জানান, র্্যাবে কাছে গোপন খবর ছিল মাদক (গাজা) একটি বড় চালান হাত বাদল হবে। এ সময় র্যাবের একটি চৌকস দল ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থল থেকে ৭ কেজি আটশ’ গ্রাম গাজা উদ্ধারসহ রায়হান সুলতান কে আটক করা হয়।
এ ঘটনায় আসামি রায়হানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। এবং তাকে থানায় সোপাদ্য করা হয়েছে।