সংবাদ শিরোনাম ::
মোহনপুর থানার নতুন ওসি সোহেব খাঁন
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুরে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন সোহেব খাঁন। সোমবার (২ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, নবনিযুক্ত ওসি সোহেব খাঁন ২০০৫ সালে আরএমপি পুলিশে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৬ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান, পরে তিনি টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি দুই বার দেশের বাহিরেও জাতিসংঘ মিশনে সফল ভাবে দায়িত্ব পালন করেছিলেন।
মোহনপুর থানায় আসার আগে তিনি বাঘা থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন। মোহনপুর থানায় যোগদান করে তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।