ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে গুমের মামলা

নিজস্ব প্রতিদেক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় এক বিএনপি কর্মীকে গুমের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১০ জনের নামে হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) নিহত মো. আতিকুল ইসলামের স্ত্রী নাছিমা ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলায় অন্য আসামিরা হলো- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারি আবু মুছা আনসারী, চিনাইর গ্রামের হামদু মিয়া, জসিম মিয়া, আতাউর রহমান ভূইয়া শাহীন, কাজিপাড়ার রাজ্জাক মিয়ার ছেলে সেলিম মিয়া নবীনগরের নান্দুরার আবুল কাশেম, জিলানী ও শহরের মেড্ডা এলাকার জাকির মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১১ সালের শেষ দিকে কাজীপাড়ার সেলিম মিয়ার সঙ্গে আতিকুল ইসলামের জমিসংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে সেলিম ওই সময়ের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে আতিকের বিরুদ্ধে একটি মামলা করে। এরই ধারাবাহিকতায় আতিকুলকে গুম করে প্রাণে হত্যা করার জন্য পরিকল্পনা করেন তারা। ২০১২ সালের ১৩ অক্টোবর বাড়ি থেকে তুলে নেওয়ার সময় আতিকুলকে বলা হয়, ‘মোকতাদির চৌধুরী সালাম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে গুমের মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় এক বিএনপি কর্মীকে গুমের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১০ জনের নামে হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) নিহত মো. আতিকুল ইসলামের স্ত্রী নাছিমা ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলায় অন্য আসামিরা হলো- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারি আবু মুছা আনসারী, চিনাইর গ্রামের হামদু মিয়া, জসিম মিয়া, আতাউর রহমান ভূইয়া শাহীন, কাজিপাড়ার রাজ্জাক মিয়ার ছেলে সেলিম মিয়া নবীনগরের নান্দুরার আবুল কাশেম, জিলানী ও শহরের মেড্ডা এলাকার জাকির মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১১ সালের শেষ দিকে কাজীপাড়ার সেলিম মিয়ার সঙ্গে আতিকুল ইসলামের জমিসংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে সেলিম ওই সময়ের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে আতিকের বিরুদ্ধে একটি মামলা করে। এরই ধারাবাহিকতায় আতিকুলকে গুম করে প্রাণে হত্যা করার জন্য পরিকল্পনা করেন তারা। ২০১২ সালের ১৩ অক্টোবর বাড়ি থেকে তুলে নেওয়ার সময় আতিকুলকে বলা হয়, ‘মোকতাদির চৌধুরী সালাম দিয়েছে।