ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবারও চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তাহের সাত দিনই মেট্রোরেল চলাচল করবে । এর জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। এর আগে শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন চলাচল করত মেট্রোরেল। সপ্তাহের অন্য ছয়দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চালু রাখা হবে।

এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক বলেন, শুক্রবারও মেট্রোরেল চালু রাখতে আমাদের টিম প্রস্তুতি নিচ্ছে।

তবে, কবে থেকে নতুন সূচি চালু হবে এ বিষয়ে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে জানানো হবে।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয় । এরপর ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর ২৫ আগস্ট থেকে পুনরায় চালু হয় মেট্রোরেল।

বর্তমানে দেশে মেট্রোরেল চালুর পর থেকে শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন চলাচল করেছে। শুক্রবার চালু হলে সপ্তাহের ৭ দিনই চলাচল করবে মেট্রোরেল। তবে মেট্রোরেল চালু হলেও কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুক্রবারও চলবে মেট্রোরেল

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

সপ্তাহের সাত দিনই মেট্রোরেল চলাচল করবে । এর জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। এর আগে শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন চলাচল করত মেট্রোরেল। সপ্তাহের অন্য ছয়দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চালু রাখা হবে।

এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক বলেন, শুক্রবারও মেট্রোরেল চালু রাখতে আমাদের টিম প্রস্তুতি নিচ্ছে।

তবে, কবে থেকে নতুন সূচি চালু হবে এ বিষয়ে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে জানানো হবে।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয় । এরপর ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর ২৫ আগস্ট থেকে পুনরায় চালু হয় মেট্রোরেল।

বর্তমানে দেশে মেট্রোরেল চালুর পর থেকে শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন চলাচল করেছে। শুক্রবার চালু হলে সপ্তাহের ৭ দিনই চলাচল করবে মেট্রোরেল। তবে মেট্রোরেল চালু হলেও কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।