বৈরাগীরহাট বাজারের ১২ দোকান পুড়ে ছাই
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাট বাজারের ভয়াবহ আগুনে ১২ টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৩০ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি ইলেকট্রিক দোকানে অসাবধানতাবশত বৈদ্যুতিক বোর্ডের সাথে মোবাইল ফোনের চার্জার লাগানো অবস্থায় ছিল। সেই মোবাইল চার্জার শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। অগ্নিকান্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।