সংবাদ শিরোনাম ::
বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল
সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্ন্তবর্তী সরকার দেশের জন্য প্রয়োজনীয় সব সংস্কার করবে। আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে তারা খুব দ্রুতই দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রূপরেখা অন্তর্বর্তী সরকার ঘোষণা করবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এর আগে, মির্জা ফখরুলসহ দলের তিন নেতা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, বৈঠকে আলোচনা ফলপ্রসু হয়েছে। পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। নির্বাচনের কেনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ অর্ন্তবর্তী সরকারই জানাবে।