ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বললেন ধর্ম উপদেষ্টা

ঢেলে সাজানো হবে ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনে বড় পরিবর্তন এনে প্রতিষ্ঠানটিকে নতুন করে ঢেলে সাজানো হবে।

বুধবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকাণ্ড, ভিশন ও মিশন থেকে সরে এসেছে। বিশেষ করে অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন লক্ষ্যচ্যুতি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনে যেসব কর্মকর্তারা দীর্ঘদিন থেকে কর্মরত রয়েছেন তাদের মাঠে পাঠানো হবে। মাঠ পর্যায়ে যারা যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের প্রধান কার্যালয়ে পদায়ন করা হবে।

তিনি লেন, বিগত ১৫ বছরে কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেয়া হবে। কোনো অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে কারা ধ্বংস করেছে তা তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। এছাড়া মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখাতে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। দুর্নীতিসংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলম। অন্যান্যের মধ্যে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর ও ইফার আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বললেন ধর্ম উপদেষ্টা

ঢেলে সাজানো হবে ইসলামিক ফাউন্ডেশন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনে বড় পরিবর্তন এনে প্রতিষ্ঠানটিকে নতুন করে ঢেলে সাজানো হবে।

বুধবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকাণ্ড, ভিশন ও মিশন থেকে সরে এসেছে। বিশেষ করে অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন লক্ষ্যচ্যুতি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনে যেসব কর্মকর্তারা দীর্ঘদিন থেকে কর্মরত রয়েছেন তাদের মাঠে পাঠানো হবে। মাঠ পর্যায়ে যারা যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের প্রধান কার্যালয়ে পদায়ন করা হবে।

তিনি লেন, বিগত ১৫ বছরে কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেয়া হবে। কোনো অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে কারা ধ্বংস করেছে তা তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। এছাড়া মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখাতে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। দুর্নীতিসংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলম। অন্যান্যের মধ্যে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর ও ইফার আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন।