সন্ধ্যায় নিখোঁজ, সকালে আম বাগানে মিললো মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার আদিনা ফজলুল হক কলেজের পাশে একটি আম বাগানে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত আব্দুল করিম (১৫) শিবগঞ্জে হাউসনগর এলাকার আব্দুস সাত্তারে ছেলে । সে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পারিবার ও স্থানীয়রা জানায়, সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে করিম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে কে বা কারা করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আম বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর আম বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। নিহতের শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।