ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে ৭৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের অনন্য প্রতিভা নজরুল। তার মৃত্যুবার্ষিকীর এই দিনটিতে প্রতিবছর পরম শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করে জাতি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে । কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হওয়ায় তার ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যজগতে কবি কাজী নজরুলের আবির্ভাব ধূমকেতুর মতো। তার সৃষ্টিশীলতা মাত্র ২৩ বছরের।

দুরারোগ্য ব্যাধির কারণে বাকশক্তি হারিয়ে ১৯৪২ সালের জুলাই থেকে ১৯৭৬ সালের আগস্ট পর্যন্ত শেষ জীবনের দীর্ঘ ৩৪ বছর তিনি ছিলেন সৃজনশক্তিহীন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে পশ্চিমবঙ্গ থেকে কবি নজরুল সপরিবারে ঢাকায় আসেন। কবিকে দেয়া হয় বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবিকে ১৯৭৪ সালে সম্মানসূচক ডি-লিট উপাধি দেয়া হয়। কবিকে ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব দেয় সরকার। ওই বছরের ২১ ফেব্রুয়ারি কবিকে ভূষিত করা হয় একুশে পদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে ৭৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের অনন্য প্রতিভা নজরুল। তার মৃত্যুবার্ষিকীর এই দিনটিতে প্রতিবছর পরম শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করে জাতি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে । কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হওয়ায় তার ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যজগতে কবি কাজী নজরুলের আবির্ভাব ধূমকেতুর মতো। তার সৃষ্টিশীলতা মাত্র ২৩ বছরের।

দুরারোগ্য ব্যাধির কারণে বাকশক্তি হারিয়ে ১৯৪২ সালের জুলাই থেকে ১৯৭৬ সালের আগস্ট পর্যন্ত শেষ জীবনের দীর্ঘ ৩৪ বছর তিনি ছিলেন সৃজনশক্তিহীন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে পশ্চিমবঙ্গ থেকে কবি নজরুল সপরিবারে ঢাকায় আসেন। কবিকে দেয়া হয় বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবিকে ১৯৭৪ সালে সম্মানসূচক ডি-লিট উপাধি দেয়া হয়। কবিকে ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব দেয় সরকার। ওই বছরের ২১ ফেব্রুয়ারি কবিকে ভূষিত করা হয় একুশে পদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম।