সংবাদ শিরোনাম ::
রাস্তা দখল করে বসতবাড়ি, যাতায়াতে ভোগান্তি
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামে চলাচলের ম্যাপকৃত রাস্তা বেদখল হওয়ায় অভিযোগ উঠেছে। রাস্তাটি দখলদারদের কবল থেকে উদ্ধারকেরে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভেগীরা।
রবিবার (২৫ আগস্ট) এ নিয়ে কথা বলেন, ওই গ্রামের আব্দুল ওয়াহেদ প্রধান, আব্দুল হান্নান, মতলুবর রহমান, ইদ্রিস আলী প্রমুখ।
তারা বলেন,খামার নড়াইল ক্লিনিক মোড় থেকে পূর্ব দিকে মৃত হালিম পুলিশ এর উঠান পর্যন্ত ম্যাপের প্রায় ৩শ মিটার রাস্তাটি দীর্ঘদিন যাবত কিছু পরিবার বেদখল করে ঘর বাড়ী উত্তোলন করেছে। ফলে ২৫টি পরিবার চরম বেকায়দায় পড়েছে। বিশেষ সমম্যায় পড়তে হয় কেউ গুরুতর অসুস্থ্য হলে। ইতিপূর্বে উক্ত সমস্যার কথা বলিলেও দখলদাররা কোন কথাই কর্ণপাত করছেন না।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি ভূমি অফিস সূত্রে নিশ্চিত হওয়া গিয়াছে।