বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থাপনে চীনকে প্রধান উপদেষ্টার আহবান
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে কয়েকটি সোলার প্যানেল কারখানা স্থাপনে চীনের প্রতি আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনর সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। চীনের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানানোর পাশাপাশি ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কো-অপারেশন এগিয়ে নেয়াসহ দ্বিপাক্ষিক আরো বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
এ সময় বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশ হাজার ডলার আর্থিক সহায়তা প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন চীনের রাষ্ট্রদূত। এছাড়াও ড. ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানান ইয়াও ওয়েন।