সাবেক বিচারপতি মানিক কারাগারে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে আদালত চত্বরে নিয়ে আসা হলে ক্ষুব্ধ জনতা তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে।
শনিবার (২৪ আগস্ট) বিকাল চারটার দিকে তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।
এরপর বিকাল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হলে বিচার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশন দেন।
এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। আটকের পর প্রথমে তাকে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে কানাইঘাট পুলিমের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় তিন আওয়ামী লীগ নেতার সহযোগীতায় সাবেক বিচারপতি মানিক সিলেটের কানাইঘাটে এসে পৌঁছান। এরমধ্যে স্থানীয় দালালরা তাকে একদফা সীমান্ত অতিক্রম করে ভারত দিয়ে যায়। সেখানে তার সাথে থাকা টাকা পয়সা রেখে তাকে পুনরায় বাংলাদেশ সীমান্তে ফেলে দিয়ে যায়। তার দাবি অনুযায়ী, দালালরা তাকে মারধর করে সাথে থাকা ৬০ থেকে ৭০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।