নীলফামারী থানায় হত্যা মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বেরুবন্দ এলাকায় বাইসাইকেল আরোহীকে মাখলেছুর রহমান (৫৫)কে গতিরোধ করে তাকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তেরা।এ ব্যাপারে (২৩ আগষ্ট )শুক্রবার রাতে সদর থানা একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহতের ছেলে মারুফ হোসেন জানান,২২আগষ্ঠ বৃহস্পতিবার বিকালে আমার বাবা বাইসাইকেল নিয়ে বাড়ী থেকে বেরিয়ে আসে।এরপর তিনি আর রাতে বাড়ীতে আসেনি।পরদিন শুক্রবার সকালে অনেকের মুখে জানতে পারেন তার বাবাকে কে-বা-কারা কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে।বাইসাইকেলটি লাশের পাশে পড়ে রয়েছে।এ সংবাদ থানা পুলিশকে দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে আমি বাদী হয়ে সদর থানা একটি হত্যা মামলা দায়ের করেছি।
এ হত্যাকান্ডে বিষয়ে নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বলেন: প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্বশত্রæতার জেরে পরিকল্পিতভাবে তার গতি রোধ করে ধারালো অস্ত্রদিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তসহ গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।