সংবাদ শিরোনাম ::
২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
বন্যা পরিস্থিতির উন্নতি আগামী ২৪ ঘন্টায় হতে পারে। এ সময়ে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান একথা বলেন।
এ সময় তিনি জানান, ফেনী, চট্টগ্রাম, হবিগঞ্জসহ ১৩টি নদীতে হঠাৎ বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় প্রধান নদীগুলোর পানি হ্রাস পেতে শুরু করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি বিপৎসীমার নিচে নামতে পারে।
তিনি আরও বলেন, ঢাকার আশেপাশের নদীর পানি এখনো অন্তত দেড় মিটার বিপৎসীমার নিচে রয়েছে। বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি নিয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ ছিলো। তবে, দ্বীপক্ষীয় চুক্তির আওতায় কাঠামোগত তথ্য আদান প্রদান করা হয় না বলেও জানান তিনি।