মানববন্ধনে বললেন বক্তারা
ফেসবুকে পানির উৎস না খুঁজে বানবাসীদের পাশে দাঁড়ান
- সংবাদ প্রকাশের সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে যশোরবাসী সমন্বয় কমিটি। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোরবাসী সমন্বয় কমিটির আহ্বায়ক ফারুক জাহাঙ্গীর আলী টিপুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সামাজিক সংগঠক সুমন সিফাত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদ জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পানির উৎস না খুঁজে এবং বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা বাদ দেন বরং এই ক্রান্তিকালে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। তাতে দেশের মানুষ উপকৃত হবে। বন্যার পানির উৎস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে বানভাষীদের রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। ভারত আমাদের বন্ধু নয় তারা সব সময় আমাদের সম্পদ লুণ্ঠনে এদেশে তাবেদার সরকার চায়।
বক্তারা আরো বলেন, আন্তর্জাতিক নদী আইন না মেনে ভারত বাংলাদেশের ৫৪ টি অভিন্ন নদীর মধ্যে বিভিন্ন কায়দা ৩০টির বেশীতে বিভিন্ন কায়দায় বাদ দিয়েছে। আগ্রাসী ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে যার ফলে এদেশের নদী গুলো মৃতপ্রায় আবার বর্ষা মৌসুমে বাধঁ খুলে দিয়ে এদেশের মানুষের প্রাণহানি সম্পদহানীর মতো জঘন্য ঘটনা ঘটায়। ভারত এদেশকে পঙ্গু করে দিতে চায়, কিন্তু এদেশের মানুষ সারা জীবন সারা জীবন লড়াই সংগ্রাম করে বেঁচে আছে। জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।