সংবাদ শিরোনাম ::
আইপিএসের মেশিন সরাতে বিদ্যৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাকন কর্মকার (৩০)উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারাধন কর্মকারের ছেলে।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত ৭ দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এরপর অতি বৃষ্টির কারণে নিহত কাকনের বসতঘরে পানি উঠে যায়। পানি উঠে যাওয়ায় বুধবার সন্ধ্যার দিকে আইপিএস মেশিন সরাতে গিয়ে অসাবধনা বসত আইপিএসের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই কাকনের মৃত্যু হয়।
সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।