স্বামী পরিত্যক্তা নারীর বসতবাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 37;
চাঁপানবাবগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীর বসতবাড়ি দখল ও প্রাণনাসের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুর একটায় শহরের বিশ্বরোড মোড়ে মডেল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী তারা আক্তার পৌরসভার চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত সফিকুল ইসলামের স্ত্রী।
লিখিত বক্তব্যে তারা আক্তার বলেন, গত চার মাস ধরে ছোট বোন টুকটুকি আমার বাড়িতে বসবাস করছে। দীর্ঘদিন পর বাড়ি থেকে যেতে বলায় পৈত্রিক সম্পত্তি দাবি করে বসে এবং বলে আমার বাবার বাড়ি আমি কোথায় যাবো না। পরে টুকটুকি ক্ষিপ্ত হয়ে আমার জামাই মিলনের মাথা ফাটিয়ে দেই। মারধরে সহযোগিতা করেছে আমার নেশগ্রস্ত বড় ভাই মনিরুল ও একটি সন্ত্রাসী গোষ্ঠী। সদর মডেল থানায় মামলা করলে আসামীদের গ্রেফতার করা হয়। জামিনে বের হয়ে এসে আবারও সন্ত্রাসীদের সহযোগীতায় বসতবাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছে। এমনকি আমার জামায় মিলনকে ইয়াবা-ফেন্সিডিল দিয়ে পুলিশকে ধরিয়ে দেওয়া হুমকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত।
সংবাদ সম্মেলনে তারা আক্তারের কলেজ পড়ুয়া মেয়ে সুরান আক্তার, জামাই মিলন উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে টুকটুকিকে একাধিকবার কল করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।