নসরুল হামিদের ভবনে মাঝরাতে অভিযান, ভল্ট জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) মাঝরাত থেকে বনানীর প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করা হয়। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলমান অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয় তারা।
অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক উপস্থিত ছিলেন।
এর আগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার পরিবারের সদস্য ও মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত ও ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। মঙ্গলবার (২০ আগস্ট) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এখন পর্যন্ত সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।