তানোর পৌর প্রশাসকের দায়িত্বে এডিসি শাহিন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ইমরুল হককে অপসারণ করে তার জায়গায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় থেকে শাহিন মিয়াকে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জেলা প্রশাসক কার্যাললের সিনিয়র সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা)। মেয়র ইমরুল হক তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি।
পৌরসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করে পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।(১৯ আগস্ট) সোমবার দায়িত্ব গ্রহণের পর সকালে তানোর পৌরসভা কার্যালয়ের পক্ষ থেকে প্যালেন মেয়র কাউন্সিলর আরব আলীসহ অন্যান্য কাউন্সিলরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় পৌর প্রশাসক শাহিন মিয়া বলেন, আমার প্রথম কাজ পৌরসভার মৌলিক যে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা। যাতে নাগরিক ভোগান্তি না হয়।
এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর, উপ-সহকারী প্রকৌশলী তারেক আজিজ, হিসাব রক্ষক আব্দুস সবুর ও কার্যসহকারী মাহাবুর রহমানসহ সকল কর্মচারীরা।