নীলফামারীতে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ
- সংবাদ প্রকাশের সময় : ১১:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
নীলফামার’ির ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। ডোমার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ (১৮ আগষ্ট) রোববার দুপুরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
প্রত্যক্ষদশীরা জানান;ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার তার অফিসে কক্ষে প্রবেশ করেন।এরপর বৈষম্য বিরোধী একদল ছাত্র তার কক্ষে প্রবেশ করে তাকে পদত্যাগ করার জন্য চাপ সুষ্টি করেন।তাদের চাপের মুখে ভাইস চেয়ারম্যান তার কক্ষ থেকে বেরিয়ে এসে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের কক্ষে প্রবেশ করেও শেষ রক্ষা হয়নি। তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
ভাইস চেয়ারম্যান দিলীপ কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি অক্যপটে স্বীকার করে বলেন আমি বৈষম্য বিরোধী ছাত্রদের চাপের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলা টাইমসকে বলেন;আমার কক্ষে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পদত্যাপ পত্র স্বাক্ষর করে আমার কাছে জমা দিয়েছেন।