ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদীতে মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্কুুলের শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) সকালে স্কুল সংলগ্ন মহাসড়কে ঘন্টাব্যাপী অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

আন্দোলণরত ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন, প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারীর বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারনে তার পদত্যাগের দাবীতে তারা একদফা আন্দোলণ করছেন। দাবী পূরন না হওয়া পর্যন্ত আন্দোলণ চলবে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে প্রধানশিক্ষক হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মের পাশাপাশি সহকর্মী শিক্ষক-কর্মচারীদের সাথে অসাধাচারণ করে আসছিলো প্রণয় কান্তি অধিকারী। তার ভয়ে এতোদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী বলেন, যেসব অভিযোগ এনে আমার বিরুদ্ধে আন্দোলণ হচ্ছে তা একটিও সত্য নয়। মূলত একটি পক্ষ চায়না আমি এখানে প্রধানশিক্ষক হিসেবে থাকি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। এরআগেও একটি পক্ষ স্থানীয়দের উসকে দিয়ে বিদ্যালয় কম্পাউন্ডের মধ্যে থাকা আমার বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে তাদের দাবী সঠিক হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান বলেন, প্রধানশিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগুলোর তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

বরিশালের গৌরনদীতে মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্কুুলের শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) সকালে স্কুল সংলগ্ন মহাসড়কে ঘন্টাব্যাপী অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

আন্দোলণরত ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন, প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারীর বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারনে তার পদত্যাগের দাবীতে তারা একদফা আন্দোলণ করছেন। দাবী পূরন না হওয়া পর্যন্ত আন্দোলণ চলবে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে প্রধানশিক্ষক হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মের পাশাপাশি সহকর্মী শিক্ষক-কর্মচারীদের সাথে অসাধাচারণ করে আসছিলো প্রণয় কান্তি অধিকারী। তার ভয়ে এতোদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী বলেন, যেসব অভিযোগ এনে আমার বিরুদ্ধে আন্দোলণ হচ্ছে তা একটিও সত্য নয়। মূলত একটি পক্ষ চায়না আমি এখানে প্রধানশিক্ষক হিসেবে থাকি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। এরআগেও একটি পক্ষ স্থানীয়দের উসকে দিয়ে বিদ্যালয় কম্পাউন্ডের মধ্যে থাকা আমার বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে তাদের দাবী সঠিক হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান বলেন, প্রধানশিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগুলোর তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।