যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জের পদত্যাগ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ খুকু বিশ্বাসের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনের মুখে পদত্যাগ করেন ইনস্ট্রাক্টর ইনচার্জ।
রোববার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলকারী প্রায় সাড়ে তিনশতাধিক শিক্ষার্থীরা। এক পর্যায়ে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জের কক্ষে প্রবেশ করে ইনচার্জকে ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। টানা পাঁচ ঘন্টা আন্দোলনের পর দুপুর ২টার দিকে যশোর সিভিল সার্জন ও যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের উপস্থিতিতে পদত্যাগ পত্রে সাক্ষর করে পদত্যাগ করেন ইন্সট্রাক্টর ইনচার্জ খুকু বিশ্বাস।
পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহন করেন নার্সিং ইন্সট্রাক্টর মোছা: আরজিনা খাতুন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সরকার থেকে দেওয়া প্রত্যেক ছাত্র-ছাত্রীর মাসিক স্টাইপেন্ড কারণ দেখিয়ে কর্তন করে, বলা হয় কর্তন করা টাকা সরকারের কাছে জমা দেওয়া হয় কিন্তু ডিজিএনএম থেকে স্পষ্ট বলা আছে কোনো টাকা ফেরত নেয় না তারা। কলেজের সহকারী শিক্ষকরা সাধারণ শিক্ষার্থীদের সরকারি স্টাইপেন্ডের টাকা আত্মত্মসাৎ করে, এর প্রধান মদদ দাতা ইনচার্জ।