ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনের অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নে শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় আটপুকুর হাটে এই কর্মসূচি পালন করেন কয়েকশত জনতা।
এলাকাবাসীরা বলেন, পলাতক ইউপি চেয়ারম্যান মানিক রতন দীর্ঘদিন যাবত তার সমর্থিত লোকজনকে সুযোগ সুবিধা দেওয়া, অসহায় লোকদেরকে বঞ্চিত করা, এবং সরকারি বিভিন্ন বরাদ্দ লুটপাট করে খাওয়াসহ অনেক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন চেয়ারম্যান মানিক রতন আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পরিষদে আসেননি, তাতে করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
ইউপির রশিদপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে আক্তার হোসেন অভিযোগ করে বলেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান বিগত সময় প্রভাব বিস্তার করে ক্ষমতার দাপট দেখিয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে।
মিরপুর জলেশ্বরী গ্রামের নুর ইসলাম এর ছেলে আরাফাত মন্ডল বলেন, আমি ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানিক রতন চেয়ারম্যান বিভিন্ন সময়ে আমাকে হয়রানিম‚লক মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।আমি বিনা ভোটে নির্বাচিত এই চেয়ারম্যানের অপসারণ দাবি করছি।
রশিদ পুর গ্রামের মৃত আসান উদ্দিনের ছেলে ইদ্রিস আলী জানান, এই চেয়ারম্যান রাস্তার কাজ চুরি, মাদক ব্যবসা ,লুটপাটসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। আমরা তার দ্রæত অপসারণ দাবি করছি।
চেয়ারম্যানের অপসারণের দাবিতে কাজিহাল গ্রামের ওসমান গনির ছেলে আসাদুল ইসলামসহ আন্দোলনকারীরা সমাবেশে আল্টিমেটাম দেন ৭ দিনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মানিক রতনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে ঈর্ষান্বিত হয়ে কিছু লোক ব্যক্তিগত আক্রোশের কারণে এগুলো করছে। এ আন্দোলনে আমার ইউনিয়নের সাধারণ লোকের সম্পৃক্ততা নেই ।