শাহ্ মখদুম মেডিকেল কলেজের ন্যায্য অধিকার দাবি (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত শাহ্ মখদুম মেডিকেল কলেজের ন্যায্য অধিকার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট ) দুপুরে শাহ্ মখদুম মেডিকেল কলেজের ব্যাবপস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন সংবাদ সম্মেলন করে এই দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন , দেশী-বিদেশী চিকিৎসক তৈরীর লক্ষ্যে শাহ্ মখদুম মেডিকেল কলেজ হসপিটাল ২০০৭ সালের ২১ জুলাই প্রাথমিক চিকিৎসা সেবা শুরু করে। ২০১০ সালে এমবিবিএস ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন করলেও স্থানীয় তৎকালীন এমপি ও রাজনৈতিক নেতাদের বাধা বিপত্তির কারেণে কলেজটি তখন অনুমোদন প্রাপ্ত হয়নি। ২০১৩ সালে ৫০ আসন বিশিষ্ট্য মেডিকেল কলেজ অনুমোদন প্রাপ্ত হয়। ২০১৪ সালে ছাত্র-ছাত্রী ভর্তির মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হলেও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর মনগড়া অজুহাত দেখিয়ে কলেজটির কার্যক্রম সাময়িক স্থাগিত করে। বহু কাঠ-খড়ি পুড়িয়ে ২০১৪ সালের নভেম্বর মাসে এটি পূনরায় নিয়মিত কলেজর মর্যাদা পায়।
তিনি বলেন, কলেজ প্রতিষ্ঠার আইন অনুসারে আমাদের সব শর্ত প্রায় পূর্ণ থাকা সত্ত্বেও আওয়ামী দু:সাশনের সুযোগে দেশের গুরুত্বপূর্ন বিভাগে দায়িত্ব পালনকারী অর্থলোভী, সুবিধালোভী, কুচক্রী কর্মকর্তাদের অনৈতিক আকাংখার কাছে আমরা মাথা নত না করায় আমাদের উপরে এই নির্যাতন অব্যাহত ছিল। এই কলেজের ব্যবস্থাপনা পরিষদকে জামাত-বিএনপি পৃষ্টপোষক ট্যাগ দিয়ে সম্ভবনাময় এই প্রতিষ্ঠানকে আনুমানিক ২শ’ কোটি টাকার ক্ষতিগ্রস্থ করা হয়েছে।