রাজশাহী মহানগর বিএনপি’র দোয়া মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার (১৬ আগস্ট) বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
এ সময় উপস্থিত ছিলেন-রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী, সাবেক সহ-সভাপতি আশরাফুজ্জামান আব্বু, মহানগর বিএনপি’র সদস্য আলাউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন-রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিুকল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিকউদ্দিন, কের্ন্দ্রীয় তাঁতী দলের সদস্য ও মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, ছাত্রনেতা নাহিনসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।