নড়াইলে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
নড়াইলে শান্তি সম্প্রীতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখা উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) সুকেশ সাহা আনন্দ,নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি কল্যাণ মুখার্জির সভাপেিত্ব আরোও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী, তবিবর রহমান মনু জমাদ্দার, মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলেন সাধারন সম্পাদক সাদাত কবির রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।