সংবাদ শিরোনাম ::
৩২ নম্বরে যেতে আটক ৩০ জনকে উদ্ধার করলো সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার সময় ছাত্র-জনতার হাতে আটক হওয়া ৩০ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর একটার দিকে শুক্রাবাদের নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তাদের উদ্ধার করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে যান আত্মগোপনে। তবে ‘মার্চ ফর ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে। সেই অনুযায়ী সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকালে ধানমন্ডি আসার কথা ছিল।
বৃহস্পতিবার সকাল থেকে ধানমন্ডির ৩২ নম্বর ও শুক্রাবাদে আওয়ামী লীগ সন্দেহে বেশ কয়েকজনকে আটক ও মারধর করে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে রাখা হয়।