সংবাদ শিরোনাম ::
নিহত মারুফের বাড়িতে সেনাবাহিনীর কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত টাঙ্গাইলে স্কুল ছাত্র শহীদ মারুফের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন জেলা, উপজেলা ও সেনাবাহিনীর কর্মকর্তারা।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বুধবার (১৪ আগস্ট) সকালে শাহীন স্কুলের দশম শ্রেণীর স্কুল ছাত্র শহীদ মারুফের টাঙ্গাইল শহরের সাবালিয়ার বাসায় যান। এ সময় তারা শহীদ মারুফের মা, বোন ও অন্যান্য সদস্যদের সান্তনা দেন এবং পরিবারের নিরাপত্তা দেয়াসহ সার্বক্ষনিক পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার সময় নিহত হয় স্কুল ছাত্র মারুফ।