সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত
মো. মশিউর রহমান,টাঙ্গাইল
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে টাঙ্গাইল জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজনে বুধবার (১৪ আগস্ট) ও বৃহস্পতিবার দুই দিনের অবস্থান কর্মসূচি হাতে নিয়েছেন। এসময় তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন ।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ।
এদিকে অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করতে সকাল থেকেই তৃণমূল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হন ।