‘হত্যাকারীর সাথে কোন কথা নয়’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিয়ে অন্তর্বর্তী সরকারকে আমাদের মত দিয়েছি। সরকার কী কী করছে, কী কী করতে যাচ্ছেন, তা আমাদের শেয়ার করেছে। আমরা মনে করি, এই সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমী মানুষের কর্তব্য।
সোমবার (১২ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে নিয়েছিলো, তারা ভারতে পালিয়ে গিয়ে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত শুরু করেছে। মাইনরিটিদের ওপর অত্যাচার-নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্প পুরোপুরি উদ্দেশ্যমূলক।
তিনি আরও বলেন, সরকার অবশ্যই সব রাজনৈতিক দলের সাথে কথা বলবে, কিন্তু হত্যাকারীর সাথে নয়। যারা ছাত্রদের হত্যা করেছে, যারা শিশুদের হত্যা করেছে, যারা রাজনৈতিক নেতাদের হত্যা করেছে, জনগণ তাদের বিরুদ্ধে। সরকার এই বিষয়ে ব্যবস্থা নিলে জনগণ অবশ্যই সরকারের সাথে থাকবে।
মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। আগেও বলেছি, এটার জন্য কিছু সময় লাগবে নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আমরা তাদের অবশ্যই সেই সময় দিচ্ছি।