আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিএনপি নেতা কুতুব উদ্দিনের মতবিনিময় (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
রাজশাহীর পবায় জেলা তাঁতীদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক কুতুব উদ্দিন বাদশার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউএনও আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১২ আগস্ট) সকালে পবা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় বক্তব্যে জেলা তাঁতীদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক কুতুব উদ্দিন বাদশা বলেন, স্বৈরাচার সরকার পতন হওয়ায় দেশের মানুষের মাঝে শান্তি ফিরে এসেছে। তবে এখন কিছু দেশবিরোধী চক্র দেশে নাশকতা করার জন্য চেষ্টা করছে। আমি পবা উপজেলার বিভিন্ন ইউনিয়েন আমার নিজের উদ্যেগে নাগরিকদের সচেত করার জন্য মাইকিং করেছি। উপজেলার বিভিন ইউনিয়েন যাতে ডাকাত বা চোর যাতে মানুষের ক্ষতি না করতে পারে সেজন্য আমি আমার নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি। আমি আজকে ইউএনওস্যারের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিযাতে স্বাভাবিক থাকে সেজন্য কথা বলেছি।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।