সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়েছেন এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
এ সময় কর্নেল অলি বলেন, স্বৈরাচারের পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে।
আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি আরো বলেন, ছাত্র আন্দোলনে আহতদের পরিবারের ক্ষতিপূরণ, পূর্নবাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ২০০৯ সাল থেকে দায়ের করা গায়েবি মামলা তুলে নিতে হবে।