জয়পুরহাট সদর থানা হামলা, গুলিতে যুবকের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
জয়পুরহাট সদর থানায় হামলা করে আগুন লাগিয়েছে বিক্ষুব্ধরা। খবর পেয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ সদস্যদের উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় মেহেদি হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার (৫ আগস্ট) বিকেল চারটার দিকে বিজয় মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে। ভেতর থেকে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মারতে থাকে। এ সময় জনতা ক্ষিপ্ত হয়ে থানা ঘেরাও করে ইটপাটকেল মারে।
খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনী এসে বিক্ষুব্ধদের অনুরোধ করলেও তারা রাস্তা থেকে সরেনি। এ সময় সেনাবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে জনগণকে ছত্রভঙ্গ করে দেয় এবং আটকে পড়া পুলিশ সদস্যদের বের করে নিয়ে যায়। তাদের গুলিতে মেহেদী হাসান মারা যায়। থানা ফাঁকা পেয়ে বিক্ষুব্ধরা ভেতরে প্রবেশ করে এবং আসবাবপত্রে আগুন ধরে দেয়। কেউ কেউ লুটপাটও করে।