সংবাদ শিরোনাম ::
যাত্রাবাড়ীতে টোলপ্লাজায় আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সাথে কোটাবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানায়ও হামলা চালিয়েছে। পরে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।
এর আগে, সন্ধ্যায় ওই এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ গুলিতে ৬ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
জানা গেছে, প্রথমে দনিয়া কলেজের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়। এরপর আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে যোগ দেয়।