হলেই থাকবেন জবি শিক্ষার্থীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করার কথা বলা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। এ ঘোষনার পর ক্ষুব্ধ হয়ে ওঠে হলে অবস্থানরত শিক্ষার্থীরা। এ প্রেক্ষিতে হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ জুলাই) হল প্রভোস্টের রুমের সামনে হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল প্রভোস্টকে রুমে রেখে তালা ঝুলিয়ে দেয়।
শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তোপের মুখে হল খোলা রাখতে বাধ্য হয় জবি প্রশাসন। এরপর বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হয়। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য জানানো যাচ্ছে , তাদের দাবি হলের সব সুবিধাসহ মেনে নেয়া হলো। তাদের হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেয়া হল।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।