কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য যশোরে গায়েবি জানাজা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
কোটা আন্দোলনে নিহত ৬ শিক্ষার্থীর রুহের মাগফেরাত কামনায় যশোরে গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে কোটা আন্দোলনকারী, বিএনপি ও ছাত্রলীগের উদ্যোগে পৃথক তিনটি জানাজা অনুষ্ঠিত হয়।
কোটা সংস্কারের দাবিতে যশোরের শিক্ষার্থীরা বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরতলীর চাঁচড়া চেকপোস্ট মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর তারা তিন ঘন্টা যশোর-বেনাপোল, যশোর ঝিনাইদহ যশোর খুলনা বাইপাস সড়ক অবরোধ করে রাখে। দুপুর আড়াই টার দিকে আন্দোলনকারীরা একই স্থানে আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা আদায় করেন।
এদিকে, জেলা বিএনপির উদ্যোগে দুপুর ২টার দিকে কোটা আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের জন্য শহরের লালদীঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি নেতাকর্মীরা এ জানাজায় অংশ নেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এছাড়া যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে দুপুর ২টার দিকে যশোর শহরের গাড়িখানা রোডে গায়েবেনা জানাযা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবীর পিয়াসসহ ছাত্রলীগের নেতাকর্মীরা এ জানাজায় অংশ নেন।