জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
কোটাবিরোধী আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কটুক্তি, অবমাননা, বাংলাদেশের পতাকা পদদলিত করণ, লাঞ্ছিত ও নৈরাজ্য সৃষ্টি করাসহ অপতৎপরতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বেলা ১২টায় বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম,জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড ইউনিটের সভাপতি সাজ্জাদুল ইসলাম ময়না, জেলা ছাত্র লীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্রনাথ ও আনোয়ার হোসেন।